০৮ জানুয়ারি ২০২২, শনিবার ২২তম কমনওয়েলথ গেমস আয়োজনের প্রাক্কালে যুক্তরাজ্যের রাণীর বার্তা পৌঁছে দেয়ার নিমিত্তে কুইন্স ব্যাটন রীলে টিমকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানোর জন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে জাঁকজমকপূর্ণ র্যা লী ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ব্রিটিশ হাই কমিশনার Mr Robert Chatterton Dickson.
২২তম কমনওয়েলথ গেমস আয়োজনের প্রাক্কালে কুইন্স ব্যাটন রীলে টিমকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা
![](https://sagc.trusteduerp.xyz/wp-content/uploads/2024/10/IMG_5752-630x420-1.jpg)